বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার বিকেলে পুরুলিয়ার রঘুনাথপুরের SDOঅফিসের মিটিং হলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পাট্টা বিতরণের করা হল। পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার নিতুড়িয়া, সাঁতুড়ি ও রঘুনাথপুর ২ নম্বর ব্লকের মোট কুড়িজনকে পাট্টা প্রদান করা হয় ।পাট্টা বিতরণের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুরের SDO বিবেক পঙ্কজ,SDPO রোহেদ শেখ সহ রঘুনাথপুরের SDLROনিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি ভূষণ প্রসাদ যাদব সহ অন্যান্যরা।