বিজেপির এ বিস্তারক কর্মসূচি আয়োজিত হলো মাঠা পঞ্চায়েত এলাকায়। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে বুথে বুথে E বিস্তারক কর্মসূচি আয়োজিত হচ্ছে। সেই মতো মতো রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত বাগমুন্ডি বিধানসভার মাঠা পঞ্চায়েত এলাকার পড়া বুথ নম্বর ২৭৩ এবং মাঠার ২৬৮ নম্বর বুথে বিজেপি নেতৃত্ব উপস্থিত হলেন এবং তাদের E বিস্তারক কর্মসূচি সম্পন্ন করেন। সাথে এদিন গ্রামবাসীদের সাথে বিভিন্ন সুবিধা অসুবিধার কথা আলোচনা করেন ।বিশেষভাবে উপস্থিত ছিলেন জেল