ফের নানুর থানার পুলিশের সাফল্য, এবার নানুর থানা এলাকার বাসাপাড়া সংলগ্ন স্থানে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক কিশোর কে উদ্ধার করে পরিবারের সদস্য দের হাতে তুলে দিলো নানুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত্রি নাগাদ বাসাপাড়া সংলগ্ন এলাকায় মানসিক ভারসাম্যহীন এক কিশোর কে ঘোরাফেরা করতে দেখা যায় পরে ওই কিশোর কে এলাকাবাসী'রা ঘিরে ধরে বিরক্ত করার চেষ্টা করছিলো সেই সময় নানুর থানার এ.এস.আই জিয়াউল মির্জা পুলিশের একটি ভ্যান নিয়ে পেট্রোলিং করার।