কোহিনুর চা বাগানে ২৪ নম্বর সেকশনে লেপার্ডকে ধরতে খাঁচা বসানো হয়েছে এমনটাই জানা গেছে বনকর্মীদের কাছ থেকে রবিবার রাত সাতটা নাগাদ। শনিবার গভীর রাতে প্রসেনজিৎ দাসের গরুকে থাবা দেয় লেপার্ড। এর আগেও তাদের দুটি গরুকে লেপার্ড থাবা বসিয়েছিল। এরমধ্যে একটি গরু মারা গেছে। রবিবার গভীর রাতে লেবার গরুকে থাবা দেওয়ার পর সোমবার বনদপ্তরের কর্মকর্তাদের টনক নড়ে। চা বাগানে খাঁচা বসিয়ে ছাগলের টোপ দেওয়া হয়েছে জানিয়েছেন বনদপ্তরের কর্মীরা।