মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় চাকমাঘাট স্থিত টিএসআর টুয়েলভ ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টারে এক রক্তদান শিবির করা হয়। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আইজি কেডি মারাক, টুয়েলভ ব্যাটালিয়ান টিএসআর এর কমান্ডেন্ট অশোক সিনহা সহ অফিসাররা। এদিনের এই রক্তদান শিবিরে মোট ১০৩ জন জাওয়ান স্বেচ্ছায় রক্তদান করে। তাদের এই উদ্যোগে খুশি আইজি কেডি মারাক।