মসুরডাঙ্গায় নবী দিবসে টোটো রেলি, বার্তা পৌঁছালো সচেতনতার হরিহরপাড়া ব্লকের রায়পুর পঞ্চায়েতের মসুরডাঙ্গা আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে বিশ্ব নবীজির জন্ম দিবস উপলক্ষে আয়োজিত হলো এক অভিনব সচেতনতামূলক টোটো রেলি। শুক্রবার সকাল থেকেই টোটো রেলির মাধ্যমে নবীজির জীবনদর্শন ও আদর্শের নানা দিক তুলে ধরা হয়। এই রেলিতে বিশেষভাবে প্রচারিত হয় বাল্যবিবাহ রদ, সেফ ড্রাইভ সেভ লাইফ সহ একাধিক সামাজিক বার্তা। ছোট থেকে বড়—সব বয়সের মানুষ সক্রিয়ভাবে অংশ নেন এই উদ্যোগে। নবীজি