শেষ প্রস্তুতি চলছে নলহাটি আপনজন ক্লাবের দুর্গা পূজো মন্ডপে, তবে বৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় উদ্যোক্তারা। আজ শুক্রবার দুপুর দুটো নাগাদ এমনটাই জানিয়েছেন নলহাটি আপনজন ক্লাবের পুজো কমিটির উদ্যোক্তারা। দুর্গাপুজোতে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও নতুনত্ব থিম নিয়ে তারা করছেন দূর্গা পূজার আয়োজন। এই বছরের থিমে পূজা উদ্যোগতারা আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তুলেছেন তাদের পুজো মন্ডপে এবং সেই আদলেই তৈরি হচ্ছে প্রতিমা।