পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার অন্তর্গত ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েতের শিউলীবাড় সংসদে কাজলা জনকল্যাণ সমিতির ব্যবস্থাপনায় ও রূপায়ণে ৩ হাজার দেশীয় প্রজাতির চারা গাছ ৩০০ টি পরিবারের কাছে পৌঁছে দিতে উপস্থিত ছিলেন বিকাশ চন্দ্র বেজ সভাপতি কাঁথি ৩নং পঞ্চায়েত সমিতি,নীলকমল ঘোড়াই প্রাপ্তন উপ প্রধান ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত,কমল মাইতি সুপারভাইজার কাজলা জনকল্যাণ সমিতি,সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ