মন্ত্রী উদয়নের বিতর্কিত বক্তব্য: নির্বাচনে হারের আশঙ্কায় ময়দান ছাড়ার ইঙ্গিত বললেন BJP বিধায়ক নিখিল রঞ্জন দে। শুক্রবার রাত নয়টা নাগাদ এমনই প্রতিক্রিয়া দেন বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দে। প্রসঙ্গত এদিন বিকেলে দিনহাটা পাঁচ মাথা মোড়ে তৃণমূলের সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন বিধানসভা নির্বাচনে যদি বিজেপি প্রার্থী দেয় এবং সেই প্রার্থীকে যদি কোনদিন আপনার আপদে বিপদে কাছে পেয়ে থাকেন তবে তাকে ভোট দেবেন।