কুখ্যাত দুষ্কৃতী জঙ্গল সেখকে জেরা করে জেলার দুটি পৃথক থানা এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করল কাটোয়া থানার পুলিশ। পুরনো অস্ত্র ও বোমার মশলা সরবরাহ মামলায় পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে চাঁদ সেখ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ।জঙ্গলের সাগরেদ ছিল চাঁদ সেখ। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন গাঢাকা দিয়েছিল।