বেশ কিছুদিন ধরেই একটি বাঁদর বা হনুমান শালবনীর চকতারিনী সহ বিভিন্ন গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। কখনো স্থানীয়দের বাড়িতে ঢুকে পড়ছে, কখনো সরকারি অফিসে। কাউকে কামড়ে দিচ্ছে তো কাউকে আঁচড়। কয়েকদিন ধরে তাকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছে বনদপ্তর। কিন্তু কিছুতেই ধরা পড়ছে না ওই বাঁদরটি। কয়েকজনকে এতটাই গুরুত্বর আহত করেছিল এই হনুমানটি তাদের কলকাতা হাসপাতালে রেফার করতে হয়েছে। জানা গিয়েছে, বনদপ্তরের তরফে জাল দিয়ে ওই হনুমানটিকে ধরার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে