Canning 1, South Twenty Four Parganas | Apr 21, 2025
ক্যানিং স্টেশানে এক মহিলাকে মারধরের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। সোমবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। সুজাতার আটশো টাকা বাপি চুরি করে নিয়েছে বলে অভিযোগ। রাতে স্টেশানে যখন ঘুমিয়ে ছিলেন তখন টাকা চুরি করে অভিযুক্ত যুবক। সকালে নিজের টাকা না পেয়ে সন্দেহ হয় সুজাতার। সেই টাকা বাপির কৌটোর মধ্যে থেকে মেলে। টাকা নিয়ে নেওয়ায় সুজাতার উপর চড়াও হয় বাপি।