শুক্রবার রাতে বালুরঘাটের বুড়া কালী মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীপুজো। বালুরঘাটের বুড়া কালী মন্দিরে সমিতির পক্ষ থেকে আজ কৌশিকী অমাবস্যাকে সামনে রেখে পুজোর আয়োজন করেছে। বুড়া কালীমাতাকে স্বর্ণালংকারের সজিয়ে তোলা হয়েছে। সারারাত্রিব্যাপী হোমযজ্ঞ সহকারে বিশেষ পুজো অনুষ্ঠিত হবে। বুড়া কালী মন্দিরে এই পুজোর প্রস্তুতি পর্ব জোড় কদমে শুরু হয়েছে। পুজোতে ভক্তদের দেওয়া কয়েকশো ভোগের হাঁড়ি পড়বে। আগামীকাল মায়ের ভোগ বিতরণ করা হবে।