অভিযান চালিয়ে অবৈধভাবে মোরাম চুরির অভিযোগে দুটি ট্রাক্টর কে আটক করে পুলিশের হাতে তুলে দিল ভূমি দপ্তর। বিষ্ণুপুর বিধানসভার তালডাংরা ব্লকের ভীমারডাঙ্গা এলাকায় প্রতিনিয়ত অবাধে চলছিল মোরাম চুরির ঘটনা। দীর্ঘদিন ধরে এই পাবলিক প্লট থেকে মোরাম পাচার হতে হতে ঐ স্থানে তৈরী হয়েছে ছোটো বড় নানা পুকুর। প্রশাসনের নজর এড়িয়েই একাধিক ট্রাক্টরে লোড করে রমরমিয়ে চলত এই মোরাম চুরির ঘটনা। সেইমত এদিনও হচ্ছিল সরকারি নিয়মের তোয়াক্কা না করে একাধিক ট্রাক্টর বোঝাই করে মোরাম