জনসাধারণের উন্নয়নই লক্ষ্য, এতে কোনো ধরনের বৈষম্য হবে না। আর সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়নে প্রতিশ্রুতি বদ্ধ। আজ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ নতুনবাজারে কর্মীদের সাথে এক বৈঠকে এভাবে অভিমত প্রকাশ করেন রামচন্ডি নিমাইচান্দপুর জেলা পরিষদ সদস্য দিলোয়ার হুসেন বড়ভুইয়া। এদিকে,এলাকার জনসাধারণের উন্নয়নের খোঁজ খবর নিতে এদিন তিনি বিভিন্ন স্থানে গ্রামবাসীদের সাথে মতবিনিময় ও করেন।