ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তি জামালপুর থানার আরাসুল কারালাঘাট এলাকার ঘটনা। মৃতের নাম বিদ্যুৎ ডোকাল (৫৩) জানা গেছে গত শুক্রবার রাতে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান তবে দু তলা ছাদ থেকে পড়েছিল না একতলা ছাদ থেকে পড়েছিল তা জানা নেই। গুরুত্ব আহত অবস্থায় তাকে প্রথম জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে রেফার করে Bmch এ নিয়ে আসা হলে তাকে চিকিৎসক কলকাতার পিজি হাসপাতালে রেফার করে। কিন্তু তাকে নার্সিংহোমে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয় গতরাত