খণ্ডঘোষ ব্লকের গোপাল বেড়া গ্রামে জমিতে কাজ করার সময় বিষধর চন্দ্রবোড়া সাপের কামড়ে মৃত্যু হল এক যুবককে। মৃত যুবকের নাম বসন্ত রায় (২৭) মঙ্গলবার সকালে জমিতে ঘাস মিলানোর কাজ করার সময় তার হাতে বিষধর চন্দ্রবোড়া সাপে কামড়ায়। সাপে কাটা সঙ্গে সঙ্গে তাকে Bmch নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয়। এদিনই বেলা 12:30 মিনিটে বর্ধমান থানার পুলিশ মৃত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেল কলেজ মর্গে।