লালগোলা থানার অধীনে তারানগর এলাকায় বুধবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে বড় পরিমাণে হেরোইন উদ্ধার করেছে। লালগোলা থানায় খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান শুরু করে।পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে তারা তারানগরের এক বাড়ি ঘিরে ফেলে তল্লাশি চালায়। অভিযানে অংশ নেওয়া পুলিশর সূত্রে জানা যায়, ওই বাড়ির যুবক জাহির উদ্দিন, যার নাম এলাকায় “জাহির উদ্দিন বাবু” হিসেবে পরিচিত, তার বসত ঘর থেকে ৩৬৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভগবানগোলা SDPO ব