অরুনোদয় ৩.০ প্রকল্পে সুবিধা বঞ্চনার অভিযোগ ঘিরে মঙ্গলবার হাইলাকান্দিতে চললো উত্তাল প্রতিবাদ কর্মসূচি।এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বঞ্চিতরা ভিড় করেন বিভিন্ন দল-সংগঠনের নেতাকর্মীরা জেলা সদরে ক্ষোভ উগরে দেন। তাদের মুখে মুখে ধ্বনিত হতে থাকে— “আমাদের দাবি মানতে হবে, উপযুক্তদের বঞ্চিত করা মানছি না, মানব না।”এদিন রাইজর দলের পক্ষ থেকে আয়োজিত গণসত্যাগ্রহ কর্মসূচিতে এবং অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের প্রতিবাদী কর্মসূচিতে শ্লোগান তুলেন।