দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতে ক্ষতিগ্রস্ত রাবার চাষীদের সাথে দেখা করেন সিপিআই(এম) নেতৃত্ব।২৮ শে সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকায় দক্ষিন রাধানগর গ্রাম পঞ্চায়েতের ক্ষতিগ্রস্থ চারজন রাবার চাষীদের সাথে দেখা করেন।জানা যায় দক্ষিণ ত্রিপুরার দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতে গরিব কৃষক উপজাতি ও অউপজাতি উভয় অংশের চার পরিবারের রাবার বাগান সরকার থেকে কেটে নষ্ট করে দেয়।এই সমস্ত রাবার গাছগুলি কেটে ফেলার ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন রাবার চাষীরা।এক একজন রাবার চাষীর লক্ষাধিক টাক