ঘটনাটি মঙ্গলবার নাককাটি গাছ এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতের নাম অজয় সরকার (৩৩) । মঙ্গলবার সকালে ঘরের দরজা ভেঙ্গে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। কিছুদিন আগেই কাজের জন্য ভিন রাজ্য গিয়েছিল ওই তরুণ। রবিবার রাতে নিউ কোচবিহার স্টেশনে নামে এবং বাড়ির লোকের সাথে কথাও বলে। শেষে থানা থেকে সোমবার রাতে ওই তরুণকে বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন। মঙ্গলবার সকালে শিরা কাটা অবস্থায় মেজের মধ্যে পড়ে থাকতে দেখে।