গত এক তারিখ থেকে হুলকা গ্রামের নিখোঁজ হওয়া মহিলার পচা গলা ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ ।বন্ধ হয়ে থাকা একটি হোটেলের বাগান থেকে এদিন দুপুরে। জানা যায় ওই মহিলার নাম ভারতি মাহাতো বাড়ি হুলকা গ্রামে। মৃত মহিলার স্বামী জানান গত ১ তারিখ রাত্রে অকারণে বাড়ি থেকে বের হয়ে যায় ।এদিন একটি বন্ধ হয়ে পড়ে থাকা হোটেলের বাগান থেকে তার দেহ উদ্ধার পুলিশের ।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।