বুধবার সকালে জঙ্গিপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত জমি থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা প্রথমে মৃতদেহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের সঙ্গে একটি কালো ব্যাগ ছিল, যা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।