অসহায় মহিলার টাকা আত্মসাৎ! বিশালগড় গ্রামীণ ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের অসহায় মহিলা। জানাযায় বিগত কয়েক বছর পূর্বে বিশালগড় নিউ মার্কেটের সব্জি বিক্রেতা মহিলা গ্রামীণ ব্যাংকে চব্বিশ হাজার টাকা জমা করেছিলেন। কিন্তু ওনার একাউন্টে সেই টাকা জমা করেননি ক্যাশিয়ার সূর্য্যকান্ত সাহা এমনটাই অভিযোগ করলেন অসহায় মহিলা।