সহায়িকা নিয়োগ নিয়ে আড়াই মাস ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি সেন্টার। সেন্টারে ঝুলছে তালা।পুষ্টি প্রকল্প এবং লেখাপড়া থেকে বঞ্চিত এলাকার কচিকাঁচারা। ঘটনা চড়িলাম আর ডি ব্লকের অন্তর্গত লাল সিং মুড়া গ্রাম পঞ্চায়েতের শিখরিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারে। এই সেন্টারের সহায়িকা মীরা দেবনাথ এর মৃত্যুর পর পঞ্চায়েতের রেজুলেশন ক্রমে এলাকার গৃহবধূ সম্পা দেবনাথ।