অল্পের জন্য রক্ষা পেলো যাত্রিবাহী বেসরকারি বাস।রবিবার আনুমানিক সকাল ১০ টা পথ দূর্ঘটনাটি ঘটে বোরো থানার অন্তর্ভুক্ত বড়গড়িয়া জামতোড়িয়া অঞ্চলের বড়গড়িয়া মোড়ের সামনে। জানা যায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পাশের খাদে হেলে যায়,কোনো রকম বিপদ থেকে রক্ষা পায় বাসটি।পরবর্তীকালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।