আসানসোলে মুখার্জি বাড়ির ৪০ বছর পূর্ণ হলো দুর্গাপূজো আজ মহাপঞ্চমী থেকে পুজোর সূচনা। মহাপঞ্চমীতেই আসানসোলের এসবি গড়াই রোডের শ্রীপল্লীর মুখার্জি বাড়িতে শারদোৎসবের সূচনা হলো। এবছর মুখার্জি বাড়ির পুজো ৪০ বছরে পা দিলো। আজ সকাল ১১:৩০টায় রীতিনীতি মেনে পূজার্চনার মধ্যে দিয়ে দক্ষিণ ভারতীয় স্থাপত্যে নবনির্মিত একটি মন্দিরের উদ্বোধন করা হয়। পাশাপাশি সেই মন্দিরে পুরীর নিমকাঠে তৈরি জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় সাথে কাশ্মীরের পাহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার দৃশ্য