জাম্বুরা ডিরোজিও মিশন স্কুল থেকে ছাত্র নিখোঁজ; স্কুল কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে সরব অসহায় মা জানা যায় হঠাৎ এ জাম্বুরা ডিরোজি মিশন স্কুল থেকে অষ্টম শ্রেণীর ছাত্র নিখোঁজ হয়ে যায়। গোটা বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষকে জানানোর পরও স্কুল কর্তৃপক্ষের কোন ধরনের কর্ণপাত না করার অভিযোগ করলেন সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখ হয়ে।