পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর রাধাকৃষ্ণ লজে বুধবার দুপুর ৩ টে থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটি কৃষক প্রশিক্ষণ শিবির শুরু হয়। মন্তেশ্বর তথা আশপাশ এলাকার আনুমানিক ৩০০ থেকে ৩৫০ কৃষক অংশগ্রহণ গ্রহণ করেন এই শিবিরে। শিবিরে উপস্থিত আলোচকরা ধান চাষের বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি, সুরক্ষা ও অধিক উৎপাদন বিষয়ে আলোচনা করেন ও আয়োজক কোম্পানির নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন।