গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত লাহিরীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দত্ত নদী থেকে এক মৎসজীবীর দেহ উদ্ধার করলো সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।মৃতের নাম সুবল মন্ডল, বয়স ৫৩ স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার বিকালে লাহিরিপুর GPর শান্তি গাছির বাসিন্দা মৎসজীবী সুবল মন্ডল জাল নিয়ে মাছ ধরতে দত্ত নদীতে নেমে ছিলো।মাছ ধরে নদী সাঁতরে ফেরার সময় হঠাৎ তিনি তলিয়ে যান।খবর পেয়ে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ও স্থানীয় GPর চেষ্টা দীর্ঘক্ষণ ধরে নিখোঁজ মৎসজীবীর খোঁজ মেলেনি