আবারো চুরির ঘটনা ঘটলো উদয়পুর ফুলকুমারী ৩ নং রেশন শপ তথা সরকারি ন্যায্য মূল্য দোকানে। বৃহস্পতিবার গভীর রাতে কে বা কাহারা রেশন শপের দরজা ভেঙে প্রায় পঁচিশ বছর চাল চুরি করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় গোমতী জেলা সহকারী সভাধিপতি সুজন কুমার সেন। প্রতিদিন ঘুম থেকে উঠে উদয়পুর মহাকুমায় লক্ষ্য করা যায়, কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটেছে। পুলিশ একটি চুরির ঘটনারও কোনো কোল কিনারা করতে পারছে না। আতঙ্কে রয়েছে গোটা উদয়পুর মহকুমা জুড়ে সাধারণ জনগণ। পুলিশ এবং চ