চোলাই ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ চোলাই এবং চোলাই তৈরির উপকরণ নষ্ট করে দিয়েছে ভাটিবাড়ী ফাঁড়ির পুলিশ এমনটাই জানিয়েছেন ভাটিবাড়ী ফাঁড়ির ওসি দীপায়ন সরকার রবিবার বিকেল পাঁচটা নাগাদ। বেশ কয়েকদিন আগে অভিযান চালিয়েছিলেন ভাটি বাড়ি ফাঁড়ির অধীন ব্রজের কুঠি এলাকায়। রবিবার দুপুর থেকে ভাটিবাড়ী ফাঁড়ির পারোকাটা গ্রাম পঞ্চায়েতের অধীন রাভা পাড়া এলাকায় পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয় । অভিযান চালিয়ে প্রায় ৪০০ লিটার চোলাই ।