সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বার্তা দিতে ভারতের ছাত্র ফেডারেশন SFI পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়। সোমবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা SFI-র সম্পাদক প্রীতম রুজ সহ একাধিক ছাত্রযুবরা। সোমবার বিকেলে জানা গিয়েছে, এদিন খাদ্য আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানানোর হয় ধুলিয়ান জোনাল অফিসে। পরে এই মিছিল থেকে উপস্থিত নেতৃত্বরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়ে এলাকায় সম্প্রীতির বার্তা দেন।