ইয়াবা সহ গ্রেফতার এক। মঙ্গলবার রাতে মেখলিগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম হানিফা খাতুন (৪২)। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মেখলিগঞ্জ শহরের ৫নং ওয়ার্ডে ধৃতের বাড়িতে তল্লাশি চালায়। পুলিশ জানিয়েছে, ধৃতর কাছে তল্লাশি চালিয়ে ২৬৯ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এদিন রাতেই মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই টেলিফোনে জানিয়েছেন, ধৃত বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে