প্রেমের টানে ঘোকসারডাঙ্গা থেকে শামুকতলায় প্রেমিকের বাড়িতে চলে এসেছে নাবালিকা প্রেমিকা।প্রেমিক ও প্রেমিকাকে শামুকতলা থানার পুলিশের সহযোগিতায় উদ্ধার করল খোকসারডাঙ্গা পুলিশ সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ।গ্রেফতার করা হয়েছে যুবককে প্রেমিকার বয়স ১৭ বছর।ঘোকসারডাঙ্গা পুলিশ সূত্রে জানা গেছে ১৭ বছরের নাবালিকাকে অপহরণ করা হয়েছে অপহরণ করেছে শামুকতলা থানা সংলগ্ন এলাকার যুবক এমন অভিযোগ দায়ের হওয়ার পরেই পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে শামুকতলা থানায় চলে আসে।