আজ দুপুরে কলকাতা আদালতের নির্দেশ মতো সেই ‘বেআইনি’ নির্মাণ ভাঙল এগরা থানার পুলিশ ও স্থানীয় এগরা ২ ব্লক প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের তাজপুরের ঘটনা। কড়া পুলিশি নিরাপত্তায় এগরা - কাঁথি রাজ্য সড়কের পাশে তাজপুর বাসস্ট্যান্ডের পাশে থাকা সাতটি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তাজপুর বাজার সংলগ্ন এলাকায় সাময়িক উত্তেজনা তৈরী হয়।