শিলিগুড়িতে ফুড সেফটি ডিপার্টমেন্টের সাপ্তাহিক অভিযানে নামী রেস্তোরাঁ থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। শহরের ঝকঝকে রেস্তোরাঁর আড়ালে লুকিয়ে থাকা নোংরা ছবি সকলকে অবাক করে দিয়েছে। ভক্তিনগর থানার অন্তর্গত প্রণামী মন্দির রোডে শুক্রবার খাদ্য সুরক্ষা দফতর বড়সড় অভিযান চালায়। একাধিক নামী ফুড প্লাজা ও রেস্তোরাঁয় হানা দেয় কর্মকর্তারা।অভিযানে দেখা যায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা অনেকটা বজায় থাকলেও খাদ্য সামগ্রীতে একাধিক ত্রুটি রয়েছে।