মিজোরামের সায়রাং থেকে আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেন পৌঁছালো বদরপুরে। মিজোরামের সায়রাং থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্ল্যাগ অফের মাধ্যমে ট্রেনের সূচনা করে। এতে সায়রাং থেকে কলকাতা,সায়রাং থেকে গুয়াহাটি,সায়রাং থেকে আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনের সূচনা হয়। শনিবার সায়রাং থেকে আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেন বদরপুরে পৌঁছালে সাংসদ কৃপানাথ মাল্লাহ,বিধায়ক,রেলের আধিকারিক সহ অন্যান্যরা ফ্ল্যাগ অফের মাধ্যমে এই ট্রেনের শুভরাম্ভ করেন।