আজ আনন্দ মূর্তি জির ১০৫ তম জন্ম উৎসব এই আনন্দ পূর্ণিমা উপলক্ষে গনকী আনন্দমার্গ স্কুলে সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি। এই কর্মসূচি তে রয়েছে সকাল থেকে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান বাবার নাম কেবলম সংকীর্তন এ দিনবেলা দুইটা থেকে শুরু হয় প্রসাদ বিতরণ বিভিন্ন স্থান থেকে আনন্দ মূর্তি জির ভক্তবৃন্দরা এসে সমাগম হয়।