কেশরপুর এলাকার পুরনো বাঁধের তীব্র ভাঙ্গনের জেলে বাঁধের উপরে থাকা প্রাচীন বটগাছ ও শিব মন্দির তলিয়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অত্যন্ত দ্রুতগতিতে গঙ্গা ভাঙ্গন চালাচ্ছে এই পুরনো বাঁধের উপর। বাড়ি ঘর হারিয়ে শতাধিক পরিবার এই বাঁধের উপরে আশ্রয় নিয়েছিল। কিন্তু লাগাতার ভাঙ্গনে এই সমস্ত পরিবার বাঁধ ছেড়ে অন্যত্রে পালিয়েছে। ক্রমাগত ভাঙ্গনে মন্দির ও বটগাছ তলিয়ে গেলে গোটা এলাকা প্লাবিত হবে এবং বহু পরিবার চরম সমস্যায় পড়বে বলছে এলাকাবাসী।