প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট ন্যারোগেজ রেলপথ কে ব্রডগেজ রূপান্তরিত করার ঘোষণা করেন।দীর্ঘ কয়েক বছর কেটে যাওয়ার পর কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত হয় ব্রডগেজ রেললাইন।কিন্তু এখনো পর্যন্ত চলছে না কোন ট্রেন।আজ সেই রেলপথ পরিদর্শন করেন শিয়ালদহ ডিভিশনের DRM,উপস্থিত হন সংসদ জগন্নাথ সরকার। দিয়ারামের সাথে কথা বলার পর রেললাইন পরিদর্শনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান সাংসদ জগন্নাথ সরকার।