গতকাল রাতের অন্ধকারে মেদিনীপুর শহরের অলীগঞ্জ এলাকায় স্কুলের দেওয়ালের গায়ে থাকা দীর্ঘদিনের পুরনো হনুমান মূর্তি ভেঙে ফেলার অভিযোগ উঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। কেউ বা কারাও ভেঙে দিয়ে গেছে ওই মূর্তি এমনটাই অভিযোগ করে আজ রবিবার সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছিল মেদিনীপুর শহর। এবার সেই ঘটনার পরিপেক্ষিতে থানায় লিখিত অভিযোগ করল হিন্দু জাগরণ মঞ্চ। তাদের দাবি এমন ঘটনা হিন্দু ভাবাবেগে আঘাত করেছে। তাই লিখিত অভিযোগ জানানো হয়েছে মেদিনীপুর কোতোয়ালী থানায়।