মাল নদী চা বাগানে একটি বাড়ির খড়ির ঘর থেকে ১৩ ফুটের অজগর সাপ উদ্ধার করল মালস্কোয়াডের বনকর্মিরা। জানা গিয়েছে এদিন বিকেলে এলাকার বাসিন্দা ফাগু ওড়াওয়ের বাড়ির খড়ির ঘরের মধ্যে একটি অজগর ঢুকে পড়ে। হঠাৎ এমন একটি বিশাল সাপ চোখে পড়ায় আতঙ্ক ছড়ায় পরিবার এবং এলাকাবাসীর মধ্যে।এরপর খবর পেয়ে মালস্কোয়াডের বনকর্মিরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। মালিস্কোয়াডের রেঞ্জার অংকন নন্দী বলেন, উদ্ধার হওয়া অজগর সাপটি লম্বায় ১৩ ফুট।সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।