খোয়াই সিঙ্গীছড়ায় সিমেন্টের রিং পিলারের দোকানে এই নিয়ে তিনবার মালামাল নষ্ট করল দুষ্কৃতীরা জানা যায়, আড়াই থেকে তিন বছর আগে এখানে পায়েল দেবের রেনুকা পিলার হাউসটি শুরু হয়। প্রায় পঞ্চাশ হাজার টাকার উপর মালামাল এখনো পর্যন্ত তিন দফায় নষ্ট করেছে রাতের আঁধারে দুষ্কৃতীরা। ঘটনাটি এর আগেও পুলিশকে জানানো হয়েছে।