শনিবার হুগলির চন্ডীতলা দু'নম্বর ব্লকের কাপাসহাঁড়িয়া অঞ্চলের সাহানা প্রাথমিক বিদ্যালয়ে ২৩৩নং, ২৩৪নং বুথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে "আমাদের পাড়া, আমাদের সমাধান" শিবিরে পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সরকারি আধিকারিকরা।