রবিবার দেহটিকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতার নাম সনেকা বর্মন (২৬) । খবর পেয়ে শনিবার রাতে বিধানপল্লী এলাকার ভাড়া বাড়ি থেকে দরজা ভেঙে দেহটিকে উদ্ধার করে পুলিশ। জানা গেছে প্রায় দশ বছর আগে ভেলা পেটা এলাকার রঞ্জন বর্মনের সঙ্গে তার সামাজিক মতে বিয়ে হয়েছিল ।গত প্রায় তিন মাস হতে চলল ওই মহিলা ছোট বাচ্চাকে নিয়ে একাই ভাড়াবাড়িতে থাকতো। স্বামী বা মিতার বাবার বাড়ির লোকজন জানতো না কোথায় থাকতো।