এক যুবকের রহস্য মৃত্যুর অভিযোগের তদন্ত শুরু করলো পুলিশ, চাঞ্চল্য ইটাহারের সাদাপুর এলাকায়। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। মৃতের পরিজনেরা জানান মৃত যুবকের নাম বায়রু বর্মন, বয়েস আনুমানিক ২১ বছর, বাড়ি ইটাহার থানার দুর্গাপুরের সাদাপুর এলাকায়। পরিবারের দাবী এদিন সকালে তার ঘরে তার মৃতদেহ দেখতে পান তারা। মৃতের গলায় দাগ ছিল, কিন্তু ঘড়ে কোথাও কোনও রসি দেখতে পাননি তারা। কিভাবে ওই যুবকের মৃত্যু হোলো তা নিয়ে ধোয়াসা তৈরী হয়েছে।