পরীক্ষার সিট পড়েছে গুসকরায়, ভুলে নিজের স্কুলেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে হাজির সেলিমা খাতুন। এমন পরিস্থিতিতে তার কাছে ত্রাতায় ভূমিকায় সোমবার হাজির আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন। তিনি ওই ছাত্রী সেলিমাকে নিজের গাড়িতে চাপিয়ে নিয়ে তাকে প্রায় ষোল কিলোমিটার দূরে পরীক্ষাকেন্দ্র গুসকরা বালিকা বিদ্যালয়ে পৌঁছে দিলেন। আর এই ঘটনা জানাজানি হতেই এদিন আনুমানিক বিকাল ৫টা নাগাদ শোরগোল পড়ে যায় এলাকায়।