বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত থেকে তৃনমুলের পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিল নসরতপুর কাটাবাড়ির শতাধিক কংগ্রেস কর্মী। শনিবার সন্ধ্যায় এমন তথ্য রায়গঞ্জের বিধায়ক কার্যালয় থেকে জানানো হয়। জানা গেছে নসরতপুর কাটাবাড়ির ঘোষপাড়ায় ৭০ নাম্বার বুথ এলাকার ওই কংগ্রেস কর্মীরা এদিন তৃনমুল কংগ্রেসে যোগদান করেন। মুলত বিধায়ক কৃষ্ণ কল্যাণীর মানবিক কর্মকান্ড দেখে অনুপ্রাণিত হয়ে তারা কংগ্রেস দল ছেড়েছেন বলে জানিয়েছেন।