মানভূম প্রতিভা জাগৃতি আখড়ার বৈঠক বাগমুন্ডিতে, উপস্থিত সংগঠনের সভাপতি তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক জাতীয় শিক্ষক। সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত মানভূম প্রতিভা জাগৃতি আখড়ার বিশেষ বৈঠক আয়োজিত হলো বাগমুন্ডির শুভ মতী লজ প্রাঙ্গণে, সম্প্রতি সংগঠনের সম্পাদক বিশিষ্ট শিক্ষক নিরঞ্জন পরামানিক প্রয়াত হয়েছেন। অন্যদিকে এলাকার সাইকেল ম্যান হিসেবে পরিচিত অক্ষয় ভগত প্রায় ১৯ টি দেশ ভ্রমণ করে পুরুলিয়া ফিরেছেন। তাই একদিকে স্বর্গীয় নিরঞ্জন পরামানিকের স্মৃতির উদ্দেশ্